ওয়ারেন্টি পলিসি
আপনি আমাদের থেকে নোকিয়া এর বাটন মোবাইল ফোনগুলা কিনলে পাচ্ছেন লাইফটাইম অথবা আজীবন এর জন্য ওয়ারেন্টি | শর্তসাপেক্ষে
যেসকল কারনে ওয়ারেন্টি এর আওতায় পরবে না কারনগুলা নিচে দেয়া হলো
- ইলেকট্রিক কোনো শর্টসার্কিট এর জন্য মোবাইল এর ইন্টারনাল বা এক্সটার্নাল ড্যামেজ হলে।
- হাত থেকে মোবাইল ফেলে ভেঙে ফেললে, পানিতে ভিজিয়ে ফেললে, আগুনে পুড়িয়ে ফেললে, হিটটিং প্রব্লেম করে ফেললে।
- ডিসপ্লে ফেঙ্গে ফেললে ওয়ারেন্টি পাবেন না। তবে আমরা ডিসপ্লে দিতে পারবো চার্জ প্রযোজ্য।
- মাদারবোর্ড ডেড করে ফেললে ওয়ারেন্টি এর আওতায় পরবে না। তবে আমরা মাদারবোর্ড দিতে পারবো সেই ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
- চার্জার এর কোনো ওয়ারেন্টি পাবেন না।
- ব্যাটারি এর কোনো ওয়ারেন্টি পাবেন না।
- মোবাইল এর কোনো পার্টস ইলেকট্রিক শর্টসার্কিট এর জন্য ড্যামেজ করে ফেললে ওয়ারেন্টি পাবেন না। তবে আমরা পার্টস লাগিয়ে দিলে পার্টস এর চার্জ প্রযোজ্য।
যেসকল কারনে ওয়ারেন্টি পাবেন কারনগুলা নিচে দেয়া হলো
- আমাদের থেকে আপনি যে মোবাইল টি ক্রয় করবেন সেটার সার্ভিসিং হিসেবে পাচ্ছেন ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি । এই ক্ষেত্রে কোনো সার্ভিসিং চার্জ লাগবে না।
- বাহিরের ইলেক্ট্রিসিয়ানরা নোকিয়ার এই মডেল গুলা ঠিক মতো সার্ভিস করতে পারে না পার্টস না থাকার জন্য। তাই আমরা আপনাদের এই সুবিধাটা দিচ্ছি আপনাদের কথা চিন্তা করে।